দুই মাতাল কথা বলছে—

১ম মাতাল: ওরে, তুই আর খাইস না।

২য় মাতাল: কেন?

১ম মাতাল: এখনই তোকে ঝাপসা দেখা যাচ্ছে। আরেকটু খেলে উধাও হয়ে যাবি!