তিনি ‘ডানাকাটা পরী’ গানের আবেদনময়ী পরী। ফেসবুক-ইনস্টাগ্রামের নিউজফিড জুড়ে উষ্ণতা ছড়াতে থাকা গ্ল্যামারাস এক নায়িকা। তাকে নিয়ে পাতার পর পাতা নিউজ, একের পর এক স্ট্যাটাস; রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে চায়ের দোকান- তাকে নিয়ে বিতর্কের অন্ত নেই।

অথচ এই পরীমনিই যখন গিয়াসউদ্দিন সেলিমের ছবিতে অভিনয় করছেন, তিনি হয়ে উঠছেন স্বপ্নজালের শুভ্রা, কিংবা গুণিনের রাবেয়া। চরিত্রের গভীরে ডুব দেয়া একজন নিবেদিতপ্রাণ অভিনেত্রী! নিন্দুকেরাও অবাক হতে বাধ্য হন পরীমনির এই দুর্দান্ত ট্রান্সফর্মেশনে। গুণিনে স্ক্রিন প্রেজেন্স হয়তো স্বপ্নজালের মতন ছিল না; তবু যতক্ষণ স্ক্রিনে ছিলেন, একেবারেই নো-ননসেন্স পারফরম্যান্স উপহার দিয়েছেন।

এই যে গ্ল্যামার ছুঁড়ে ফেলে পরীর অদ্ভুত সাবলীল অভিনয়, চেনা ইমেজ ভেঙে শুভ্রা কিংবা রাবেয়ায় ঢুকে যাওয়া, পাশের বাড়ির মেয়ে হয়ে ওঠা- ক্যাপ্টেন অব শিপ হিসেবে গিয়াসউদ্দিন সেলিমের প্রশংসা না করে উপায় নেই। এই অভিনেত্রী পরীকেই তো ইন্ডাস্ট্রির দরকার!

image