শিক্ষক: পল্টু, মনে করো, তুমি জাহাজে করে যাচ্ছ। এমন সময় প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। কী করবে তুমি?

পল্টু: স্যার, আমি দ্রুত নোঙর ফেলব।

শিক্ষক: ধরো, একটু পর আবারও ঝড়! বৃষ্টি! কী করবে তুমি?

পল্টু: স্যার, আমি আবারও নোঙর ফেলব।

শিক্ষক: আবারও ঝড়-বৃষ্টি শুরু হলে?

পল্টু: আবারও নোঙর ফেলব!

শিক্ষক: ওহ্! তুমি এত নোঙর পাও কই?

পল্টু: স্যার, আপনি এত ঝড়-বৃষ্টি পান কই?