জাহাজে চড়ে বনভোজনে যাচ্ছিল একদল লোক। এমন সময় জাহাজ ডুবতে শুরু করল। এক কুস্তিগীর জাহাজের ক্যাপ্টেনের কাছে এসে জিজ্ঞেস করল—

কুস্তিগীর: এখান থেকে মাটি কত দূর?

ক্যাপ্টেন: দুই কিলোমিটার।

কুস্তিগীর: হাহ্! দুই কিলোমিটার তো আমি এক নিমেষে সাঁতরে পার হতে পারি, বলেই পানিতে ঝাঁপিয়ে পড়লো।

ক্যাপ্টেন: কোথায় যাচ্ছেন আপনি?

কুস্তিগীর: আপনি বলুন কোন দিকে যাব?

ক্যাপ্টেন: নিচের দিকে!