থানাহাজতে বন্দি চোরের সঙ্গে কথা বলতে এসেছেন মাতাল গৃহকর্তা—

ওসি: চোরের সঙ্গে খোশগল্প করার জায়গা তো এটা না, সাহেব!

গৃহকর্তা: আমি তাকে শুধু একটি প্রশ্ন করবো ওসি সাহেব। শুধু একবার কথা বলার সুযোগ দিন, প্লিজ!

ওসি: ব্যাটাকে কিছুক্ষণের মধ্যেই আদালতে চালান করা হবে। যা জিজ্ঞেস করার সেখানেই জিজ্ঞেস করবেন। কী জানতে চান আপনার উকিলকে বলে রাখুন।

গৃহকর্তা: সবকথা আদালতে জিজ্ঞেস করা যায় না ওসি সাহেব! শুধু একটি প্রশ্নের উত্তর জানা দরকার আমার...

ওসি: কী এমন প্রশ্ন? বলেন, আগে আমাকেই বলেন দেখি!

গৃহকর্তা: প্রশ্ন একটাই- ব্যাটা আমার বউকে না জাগিয়ে কীভাবে ঘরে ঢুকলো! গত ২০ বছর ধরে চেষ্টা করে ব্যর্থ হচ্ছি। এখন এই কৌশল আমার জানতেই হবে যত টাকা লাগে দেব চোরকে।