এক পকেটমারের সঙ্গে জেলখানায় দেখা করতে গেছে অন্য এক পকেটমার বন্ধু—

দর্শনার্থী বন্ধু: বন্ধু, তুমি কোনো চিন্তা কর না। আজ সকালেই আমি উকিলের সঙ্গে দেখা করে এসেছি। উকিলকে নগদ ২০ হাজার টাকাও দিয়ে এসেছি।

কয়েদি বন্ধু: উকিল কী করলেন? টাকাগুলো পকেটে রেখে দিলেন?

দর্শনাথী বন্ধু: হু, অন্তত ওনার তা-ই ধারণা।