অফিসের নতুন বস কাজের ব্যাপারে খুব কড়া। কাউকে একবিন্দু ছাড় দেন না। চাকরির প্রথম সপ্তাহেই একদিন খেপে গেলেন তিনি। রেগেমেগে রুম থেকে বেরিয়েই এক লোককে পাকড়াও করলেন। অফিসের সবার সামনে চিৎকার করে বললেন—
বস: সপ্তাহে কত টাকা মাইনে পাও তুমি, শুনি?
লোক: তিন হাজার টাকা স্যার।
বস: তার মুখের ওপর তিন হাজার টাকা ছুড়ে দিয়ে বললেন, এই নাও তোমার এ সপ্তাহের মাইনে, আর বেরিয়ে যাও।
লোকটা বেরিয়ে যাওয়ার পর বললেন বস বললেন—
বস: প্রয়োজন হলে এভাবেই অফিসের প্রত্যেককে বের করে দেব আমি। যাই হোক, ওই লোকটা আমাদের অফিসে কী কাজ করে?
এক কর্মচারী: স্যার, ও আমাদের এখানে পিৎজা ডেলিভারি দেয়!
Giống
Bình luận
Đăng lại