গোপাল গেছে এক বাড়িতে নারকেল চুরি করতে। তখন বাড়ির মালিক তাকে দেখে বললেন—

মালিক: এই গোপাল, তুই আমার নারিকেল গাছে কেন?

গোপাল: গরুর জন্য ঘাস কাটতে উঠেছি।

মালিক: তোর কি মাথা খারাপ, নারিকেল গাছে ঘাস পাবি কই?

গোপাল: ঘাস পাইনি, তাই তো নামছি।

পরদিন আবারও গোপাল গেল চুরি করতে। আবারও মালিক দেখে ফেলল—

মালিক: তুই আবার গাছে উঠেছিস কেন?

গোপাল: না, কাল ঘাস কাটার কাচিটা ফেলে গেছিলাম।