শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন। এক ছাত্রকে জিজ্ঞাসা করলেন—

শিক্ষক: বলো তো, সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?

ছাত্র: আমি পরীক্ষায় পাস করি না বলে।

শিক্ষক: কেন?

ছাত্র: আম্মু বলেছেন, আমি যেদিন পাস করব; সেদিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে।