আরবের একজন মহিলা, যিনি মহিলাদের মাঝে দ্বীন প্রচার করেন, তিনি মহিলাদের একটি দ্বীনি জলসায় দারস রাখতে গিয়ে বলছিলেন, একজন উত্তম স্ত্রীর উচিত তার স্বামীকে একাধিক বিয়ের সুন্নাত পালন করতে অনুপ্রাণিত করা এবং তাকে এই নেক কাজে সাহায্য করা।

একথা শুনে “রাবিহা” নামে একজন মহিলা তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলেন, আল্লাহ তোমার উপর রহম করুন, তোমাকে শান্তি দিন… জানিনা কিভাবে আমি তোমাকে কথাটি বলবো। তবে আল্লাহর কাছে শুকরিয়া যে তুমি ব্যাপারটি বুঝতে পেরেছো। আমি এবং তোমার স্বামী চার বছর যাবত বিবাহবন্ধনে আছি কিন্তু এতদিন আমরা তোমাকে বিষয়টি বলতে পারিনি।

https://www.golperasor.com/202....2/04/at-a-religious-

মহিলাদের একটি দ্বীনি জলসায় শিক্ষণীয় ঘটনা - Golper Asor
Favicon 
www.golperasor.com

মহিলাদের একটি দ্বীনি জলসায় শিক্ষণীয় ঘটনা - Golper Asor

আরবের একজন মহিলা, যিনি মহিলাদের মাঝে দ্বীন প্রচার করেন, তিনি মহিলাদের একটি দ্বীনি জলসায় দারস রাখতে গিয়ে বলছিলেন, একজন উত্তম স্ত্রীর উচিত