তিন চিকিৎসক বন্ধু গেছেন হাঁস শিকারে। তাদের মধ্যে শিশুরোগ বিশেষজ্ঞ বললেন—
শিশুরোগ বিশেষজ্ঞ: হুম, দেখতে হাঁসের মতোই লাগছে, হাঁসের মতোই ডাকে, হাঁসের মতো ওড়ে। ওটা একটা হাঁসই হবে। তিনি গুলি ছুড়লেন, ততক্ষণে পাখিটা চলে গেছে অনেক দূর।
মেডিসিন বিশেষজ্ঞ তার বইটা বের করে হাঁসের ছবি দেখলেন। হাঁসের বৈশিষ্ট্যগুলোতে একবার চোখ বুলালেন। তারপর বললেন—
মেডিসিন বিশেষজ্ঞ: হুম। ওটা একটা হাঁস। তিনিও গুলি ছুড়লেন। কিন্তু এবারও পাখি ততক্ষণে নাগালের বাইরে চলে গেছে।
শল্যচিকিৎসক গুলি ছুড়লেন। ধপ করে নিচে পড়ল পাখিটা। তিনি বললেন—
শল্যচিকিৎসক: কাছে গিয়ে দেখো তো, ওটা একটা হাঁস কি না!’
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری