বল্টু: লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে!

বল্টুর বন্ধু: হ্যাঁ, সত্যিই তো বাড়ে, কোনো সন্দেহ আছে?

বল্টু: ধুর ! পাঁচ গ্লাস দুধ খেয়ে এই দেয়ালটা আধাঘণ্টা ধইরা ধাক্কাইলাম। এক ইঞ্চিও নড়লো না। সব ভুয়া কথা!

বল্টুর বন্ধু: তাই নাকি?

বল্টুর: হ্যাঁ, তারপর এখন পাঁচ গ্লাস মদ খেয়ে আসলাম! দেখি দেয়ালটা আমারে দেইখা নিজেই কেমন ভয়ে কাঁপতাছে।