এক প্রেমিকা তার প্রেমিককে জিজ্ঞাসা করলো–

প্রেমিকা: আচ্ছা অন্য কারো সঙ্গে আমার বিয়ে হয়ে গেলে তুমি কী করবে?

প্রেমিক: ভুলে যাবো।

প্রেমিকের উত্তর শুনে মেয়েটি রাগে অন্যদিকে মুখ ঘোরালো। প্রেমিক আবার বলল–

প্রেমিক: তুমিও আমাকে ভুলে যাবে, এটা সবচেয়ে বড় কথা। আমি যত দ্রুত তোমাকে ভুলে যাবো, তার চেয়েও বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে...