রোগী: ডাক্তার সাহেব, প্রেসক্রিপশনে একদম উপরে যে ওষুধটা লিখেছেন সেটা কোথাও পাওয়া যাচ্ছে না।
ডাক্তার: আরে, ওটা ওষুধ নয়। কলমে কালি আসছিল না বলে চালিয়ে দেখছিলাম।
রোগী: আর কোথাও চেক করতে পারলেন না, প্রেসক্রিপশনেই চেক করতে হল? এরজন্য আমাকে ৫০টা ওষুধের দোকানে ঘুরে বেড়াতে হলো!
একজন তো বললো, কালকে আনিয়ে দেবে।
আর একজন বললো, এই কোম্পানি বন্ধ হয়ে গেছে, অন্য কোম্পানির দেব?
আর একজন বললো, এই ওষুধের এখন খুব ডিমান্ড। ব্ল্যাকেই পাওয়া যাবে।
আর একজন তো আর এক কাঠি। বলেছে এটা তো ক্যানসারের ওষুধ, কার হয়েছে?
Tycka om
Kommentar
Dela med sig