রহিম শেখ বড়ই রাগী মানুষ। কোনো কাজে একটু এদিক-ওদিক হলেই সে তার বউকে ধরে বেদম মার মারে।
সেদিন বউ সকালে সকালে উঠে ঘর-দোর ঝাড়ু দিতেছে, রহিম ঘুম হতে উঠে বলল, “আমার হুঁকায় পানি ভরেছ?”
বউ বলল, “তুমি তো ঘুমাইতেছিলে, তাই হুঁকায় পানি ভরি নাই। এই এখনই ভরে দিতেছি।”
রহিম চোখ গরম করে বলল, “এত বেলা হয়েছে, তবু হুঁকায় পানির ভর নাই! দাঁড়াও, দেখাচ্ছি তোমায় মজাটা।”
https://www.golperasor.com/2022/04/atkola.html
पसंद करना
टिप्पणी
शेयर करना
Ainun Tajrian
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?