এক লোক একটি সরকারি অফিসে চাকরি করে। লোকটি এমনিতে খারাপ না। মিথ্যা কথা দু’একটা যে না বলে তা না। তবে মিথ্যাবাদী বলে তার কোনো বদনাম নাই। তবু একটা বিষয়ে তার সম্পর্কে অফিসের সকলেরই বেশ খটকা লাগে। বিষয়টা হলো অফিস থেকে তার ছুটি নেওয়া। সে এমনিতেই অফিস থেকে বেশ ছুটিছাটা কাটায়। তবে একটা ছুটি নিয়ে অফিসের লোকেরা একটু গুঞ্জন তোলে বা মুখ চাওয়াচাওয়ি করে।

বছর তিনেক আগে লোকটি একদিন অফিসের বড় সাহেবের কাছে নানা মারা গেছে বলে ছুটি নেয়। তখন সে বিষয় নিয়ে কারো মনে তেমন কোনো প্রশ্ন জাগেনি। 

https://www.golperasor.com/202....2/05/blog-post_02.ht

রম্য গল্প: নানার মৃত্যু - Golper Asor
Favicon 
www.golperasor.com

রম্য গল্প: নানার মৃত্যু - Golper Asor

এক লোক একটি সরকারি অফিসে চাকরি করে। লোকটি এমনিতে খারাপ না। মিথ্যা কথা দু’একটা যে না বলে তা না। তবে মিথ্যাবাদী বলে তার কোনো বদনাম নাই।