ফেসবুকে এক মেয়েকে দেখে পছন্দ হলো। তাই তাকে নক দিলো এক ছেলে।
ছেলে: আপনার কি বয়ফ্রেন্ড আছে?
মেয়ে: কেন, না থাকলে খুঁজে দেবেন নাকি?
ছেলে: চেষ্টা করব খুঁজে দিতে। বলুন, কোন প্রফেশনের ছেলে আপনার পছন্দ?
মেয়ে: আমি চাই আমার বয়ফ্রেন্ড ফুচকাওয়ালা হবে। আমি সারাদিন ওর দোকানে বসে ফুচকা খাবো।
ছেলে: ফুচকাওয়ালা কোন ছেলের সঙ্গে আমার পরিচয় নেই। অন্য কোনো পছন্দ আছে?
মেয়ে: ফুচকাওয়ালা না হয়ে আইসক্রিমওয়ালা হলেও চলবে। এই গরমে আইসক্রিম যা ইয়াম্মি লাগে।
ছেলে: হুম! আচ্ছা বলুন তো, বিবিএ করা ছেলে আপনার কেমন লাগে?
মেয়ে: একদম আলুর মতো লাগে। আলু যেমন একটা কমন ভেজিটেবল, বিবিএ করা ছেলেও তেমন কম প্রোডাক্ট। কোনো মার্কেট ভ্যালু নাই। তা ভাইয়া আপনি কী করেন?
ছেলে ভয়ানক মন খারাপ করে জবাব দিল : ‘আজ পর্যন্ত লেখাপড়া করতাম, বি.বি.এ তে। তবে আজকের পর ব্যবসা করব। সকাল থেকে বিকেল পর্যন্ত আইসক্রিম বেচব, বিকেল থেকে রাত পর্যন্ত ফুচকা।
মেয়ে: ওয়াও! হাউ সুইট। আপনার ফোন নাম্বার টা দিন তো।