এক শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলেন

শিক্ষক: আচ্ছা বলো তো, বাংলাদেশে কাকের সংখ্যা কত?

ছাত্র: কেন স্যার ৯ হাজার ৯৯৯টি!

শিক্ষক: তুমি কি সিওর?

ছাত্র: জ্বি স্যার! যদি গণনায় এর থেকে কম হয়, তাহলে মনে করবেন বাংলাদেশ থেকে কিছু কাক ভারতে বেড়াতে গেছে। আর যদি বেশি হয়, তাহলে মনে করবেন ভারত থেকে কিছু কাক এ দেশে বেড়াতে এসেছে।