লেকের পাশে এক লোক নিয়মিত বড়শি পেতে মাছ ধরেন। যে কয় ঘণ্টা তিনি মাছ ধরে কাটান, পাশে বসে ঠিক ততক্ষণ এক লোক গভীর মনোযোগে তার মাছ ধরা দেখেন। একদিন মাছ শিকারি ওই মনোযোগী দর্শককে বললেন—
শিকারি: ভাই, মাছ ধরার প্রতি তো আপানার সাংঘাতিক নেশা দেখি!
দর্শক: জ্বি!
শিকারি: আসলে আমার চেয়ে বেশি আপনার আগ্রহ।
দর্শক: জ্বি!
শিকারি: তো এক কাজ করলে তো পারেন, আপনি নিজেই মাছ ধরুন না!
দর্শক: আমার অতো ধৈর্য নেই ভাই!
پسند
تبصرہ
بانٹیں
Suhani Zaman
تبصرہ حذف کریں۔
کیا آپ واقعی اس تبصرہ کو حذف کرنا چاہتے ہیں؟