কাস্টমার: বলছেন ফোর জি, ফোর জি। কিন্তু ফোর জি জিনিসটা যদি বুঝিয়ে দিতেন একটু।

দোকানদার: আপনার মোবাইল আছে?

কাস্টমার: জ্বি।

দোকানদার: তাতে কল আসে?

কাস্টমার: জ্বি।

দোকানদার: সেটা দিয়ে কল যায়?

কাস্টমার: জ্বি।

দোকানদার: মেসেজিং করা যায়?

কাস্টমার: জ্বি।

দোকানদার: ব্যস, এতেই চলবে।