চিত্রশিল্পী: ম্যাডাম, আপনার পেইন্টিংয়ে জড়োয়া হার দিতে বলছেন কেন?

নারী: আপনি করে দিন। সমস্যা কী?

চিত্রশিল্পী: আপনার পোশাক, গেটআপের সঙ্গে এমন হার তো মানাবে না!

নারী: না মানাক, তবুও তেমন ছবি এঁকে দিন!

চিত্রশিল্পী: এমন চিন্তার কারণটা জানতে পারি কি?

নারী: আমি জানি, আমি মারা যাওয়ার পর স্বামী আবার বিয়ে করবে। তখন নতুন বউ এসে আমার এই ছবি দেখবে। এরপর সে এই হার খুঁজবে। না পেয়ে জ্বলতে থাকবে।