আর বলবেন না কি যে গরম পরছে, গাড়ির এসিটাও ঠিক মত কাজ করছে না।
- 😜আসলে গাড়ি আছে সে গাড়িতে এসি আছে এটা জানানোর বাহানা মাত্র।
আর বলবেন না আপনার ভাবীর রান্নার যা হাত।
-😜অর্থাৎ নতুন বিয়ে করেছে সারা দিন বৌএর ধ্যাতানি খায় কাপড় কাচা থালাবাটি ধুতে হয় বা বৌ পাগল হাফ লেডিস😜
আর বলবেন না দেশের বাইরে এত পরিস্কার কদিন আগে ঘুরে আসলাম, এ দেশে আর থাকতে ইচ্ছা করেনা।
😜- কিশের বিদেশ গেছে কলকাতা বা নেপাল গেছে নাম মুখে নিতে নিজেই লজ্জা পায়।
আর বলবেন না আমার ফ্লাটটা খুব সস্তায় পেয়েছি।
- 😜শশুর বাড়ির টাকায় অথবা ঘুষের টাকায় কোনো থার্ড ক্লাস ফ্লাট চিপা গলির মধ্যে কিনেছে।
সর্বপরি এই টাইপ লোক গুলো সর্বদা আমি আমি করে এবং নিজকেই নিয়েই ব্যস্ত থাকে। এরা চরম স্বার্থপর এবং ছোটলোক। খুব নিচ থেকে উঠে এসেছে নতুবা মন মানষিকতা নিচু।
#collected
#opekkha : অপেক্ষা