এক ভদ্রমহিলা ভীষণ রেগেমেগে খেলনার দোকানে ঢুকলেন। সঙ্গে নিয়ে আসা খেলনাটি ফেরত দিয়ে বললেন—
ভদ্রমহিলা: আমার টাকা ফেরত দেন! নিয়ে যান এই খেলনা।
বিক্রেতা: কেন, কী হয়েছে? এটা তো খুবই ভালো খেলনা। এই খেলনা ভাঙা অসম্ভব।
ভদ্রমহিলা: এটা ভাঙে না কিন্তু এই খেলনা দিয়ে পিটিয়ে আমার ছেলে বাড়ির অন্য সব খেলনা ভেঙে ফেলেছে।
喜欢
评论
分享