রাহেল: হ্যাঁ রে, তোর বাড়ির সবাই কি তোর মতো কৃপণ?
রাজিব: ঠিক কৃপণ না, একটু হিসাবি।
রাহেল: কেমন?
রাজিব: যেমন ধর, আমার কাকা গত পরশু বাসের সিটের ওপর একটা কাশির সিরাপ কুড়িয়ে পেলেন। তা এমন দামি ওষুধটা তো নষ্ট করা যায় না, তাই কাল রাতভর উনি বৃষ্টিতে ভিজলেন। আজ সকাল থেকে শুরু হলো কাশি, এখন ওষুধটা কাজে লাগছে।
כמו
תגובה
לַחֲלוֹק