নান্টু: বাবা, বাবা!

বাবা: বল, কী বলবি!

নান্টু: আমি বিয়ে করতে চাই!

বাবা: তোর তো আসলেও বিয়ের বয়স হয়ে গেছে। এবার ‘সরি’ বল!

নান্টু: মানে? আমি সরি বলবো কেন?

বাবা: বলতে বলেছি, সরি বল!

নান্টু: আমার দোষটা কী বলবে তো?

বাবা: সরি বল তুই।

নান্টু: ঠিক আছে বাবা, বলছি সরি!

বাবা: শাব্বাস! যখন তুই কোনো কারণ ছাড়াই ‘সরি’ বলতে শিখবি; তখনি বুঝবি যে তুই বিয়ের উপযুক্ত হয়েছিস।