বাবুর চারটি বাচ্চা। একদিন খবরের কাগজে বাবু দেখলো যে সরকার ঘোষণা করেছে, যার পাঁচটি বা তার বেশি বাচ্চা আছে, তাকে প্রতি মাসে সরকার বিশ হাজার টাকা করে দেবে।
বাবু তখন খুশিতে গদগদ হয়ে তার বউকে খবরটা দেখালো আর বললো, তুমি যদি কিছু মনে না করো তো একটা কথা বলবো?
স্ত্রী: বলো, কিছু মনে করবো না।
বাবু: দেখো, আমার প্রেমিকার কাছে আমার একটি বাচ্চা আছে। তুমি বললে আমি নিয়ে আসবো আর তখন আমাদের পাঁচটি বাচ্চা হয়ে যাবে এবং আমরা মাসে মাসে বিশ হাজার টাকা করে পাবো।
স্ত্রী: আচ্ছা যাও।
বাবু বাচ্চা নিয়ে ফিরে এসে দেখলো তার ঘরের দুটি বাচ্চা গায়েব। বাবু বৌকে জিজ্ঞাসা করলো ব্যাপার কী?
স্ত্রী: যার বাচ্চা সে নিয়ে গেছে, খবরের কাগজ কি তুমি একাই পড়েছো?
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
sadia jesi
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?