এরই মধ্যে অভিনয় থেকে জমানো কিছু টাকা আমি সাহায্য করেছি। কিন্তু তা এখনকার পরিস্থিতির জন্য একেবারেই অপ্রতুল। তাই একটা ছোট্ট অঙ্কের অর্থ দিয়ে শিল্পীর দায়িত্ব এড়িয়ে যেতে চাইনি। দেরি হলেও সিদ্ধান্ত নিয়েছি বন্যার্ত মানুষের পাশে ভালোভাবে দাঁড়াব। এজন্য নিজের আঁকা ২০টি ছবি বিক্রি করে তহবিল গড়তে চাচ্ছি। আমি চাইনি আমার বন্ধুদের ফোন করে টাকা জোগাড় করে এ দুঃসময়ে পাশে থাকতে। এমনিতেই আমার একক চিত্র প্রদর্শনীর জন্য আমি গত কয়েক মাস ধরে পরিশ্রম করছি। সেখান থেকেই ২০টি ছবি বিক্রি করে এ তহবিল গঠন করতে চাইছি। গত বুধবার রাতে নিজের ফেইসবুক ওয়ালে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেওয়ার পরদিন সকালেই দুটি চিত্রকর্ম (দুটি কাকের কথোপকথন আর বসন্ত) বিক্রি হয়ে গেছে। সর্বনিম্ন ১৫ হাজার টাকা দিয়ে যে কেউ আমার একটি চিত্রকর্ম কিনতে

Nashita yasmin
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?
Sadia Islam
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?