স্কুল থেকে ফিরেই মেয়ে মাকে বলছে—

মেয়ে: আমি মা হতে চলেছি।

মা: কোথায় গেছিলি বংশের মুখ কালো করার জন্য? বল তাড়াতাড়ি, নইলে সিমেন্টের সঙ্গে মিশিয়ে দেয়ালে একেবারে প্যাকেট করে রেখে দেব!

মেয়ে: স্কুলের একটা নাটকে ‘মা’র চরিত্রে অভিনয় করতে চলেছি আমি।