খাবার ভিক্ষার জন্যই দাঁড়িয়েছিল বিয়ে বাড়ীর গেটে, দারোয়ানের লাঠির ভয়ে পা পিছলে রক্তাক্ত হয় সেলিম।
এই শিশুদের আজন্ম কৌতূহল থাকে বিয়ে বাড়ীর আয়োজন নিয়ে। পেটের ক্ষুধার চেয়েও মনের ক্ষুধাটাই যেন বেশি। কিন্তু আমন্ত্রণ তো আসে না পথশিশু কিংবা বস্তির ভাঙ্গা ঘরে।
এই নবদম্পতি তাঁদের ঘরোয়া আয়োজনে শুধু শিশুদের নিয়েই যায় নি, নিজ হাতে আপ্যায়ন করিয়েছে ছোট্ট অতিথিদের।
পরম যত্নের এই অনুভূতিগুলো শিশুরা মনে রাখে বহুদিন। তাই আপনার সামাজিক আয়োজনেও এমন সুবিধাবঞ্চিত মানুষকে যুক্ত করার আহ্বান রইলো।
#collected

Gusto
Magkomento
Ibahagi
sadia jesi
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?