রিয়াজ ও সোয়েব দুই বন্ধু। রিয়াজ তার বন্ধু সোয়েবকে হঠাৎ করে বললো—

রিয়াজ: বল তো আমার এই ফোনের দাম কত হবে?

সোয়েব: কতোই আর হবে, ১০ হাজার টাকা।

রিয়াজ: নাহ! আমার ফোনের দাম ২০ টাকা।

সোয়েব: বলিস কী? কীভাবে?

রিয়াজ: কারণ এই ফোনটা আমি ২০ টাকায় লটারি খেলে পেয়েছি।