নতুন গাড়ির দোকানে ঢুকেছেন শরিফ ও তার স্ত্রী। ঘুরে ঘুরে গাড়ি দেখছেন। রোমান্টিক কণ্ঠে স্ত্রী বলছেন—
স্ত্রী: আমাকে কি এমন কিছু উপহার দেবে, যেটায় পা দিয়ে একটু চাপ দিলেই ৩ সেকেন্ডের মধ্যে কাঁটা উঠে যাবে শূন্য থেকে একশতে।
শরিফ এ কথা শুনে কিছু বললেন না। শুধু কথাটি মনে রাখলেন। পরদিন কিনে নিয়ে এলেন একটি ওজন মাপার যন্ত্র।
স্ত্রীকে বললেন-
শরিফ: তুমি তো এটাই চাইছিলে! উঠে দাঁড়ালেই এক সেকেন্ডে কাঁটা উঠে যাবে একশতে।
喜欢
评论
分享