প্রিয়তম
আজ ঘুমোতে যাওয়ার আগে আমার একটুও সাজতে ইচ্ছা করছেনা , কি করি বলতো??🤔
না সাজলে যে আমার চোখের নিচের ডার্ক সার্কেল , লিপস্টিক ছাড়া আধো কালচে ঠোঁট , জটাধারি পাগলের মতো চুল , কোনরকম সুগন্ধি ছাড়া শরীরের অরিজিনাল গন্ধ সবাই দেখে ফেলবে 😱
হা…হা…হা কি বোকা আমি , এগুলো মানুষ কিভাবে দেখবে ? তখনতো শুধু তুমিই আমার পাশে থাকবে 🤗। আমার যা কিছু অসুন্দর , কুৎসিত সব তো তুমিই দেখবে , তোমার কাছে লুকোনোর তো কিছু নেই । তুমি বরং আমাকে পাতলা চাদর দিয়ে ঢেকে রেখো , কেউ যেনো অসুন্দর, কুৎসিত আমাকে না দেখে ফেলে🙄।
কারন সুন্দর আমাকে তো পুরো পৃথিবী চাইবে কিন্তু কুৎসিত আমাকে শুধু তুমিই আগলে ঢেকে রাখবে , মুগ্ধ নয়নে দেখবে । তাইনা ????❤️

Like
Comment
Share