এক বেখেয়াল স্বামী আর পতিভক্ত স্ত্রীর গল্প। স্বামী রাতে পানি চাইলো স্ত্রীর কাছে। স্ত্রী পানি এনে দেখলো স্বামী ঘুমিয়ে পড়েছে। এরপর সে সারারাত পানি নিয়ে দাঁড়িয়ে রইলো পতির ঘুম ভাঙার অপেক্ষায়।
ভোরবেলা স্বামী চোখ খুলেই বিষয়টি বুঝতে পেরে খুব খুশি হলো। আনন্দিত কণ্ঠে স্ত্রীকে বললো—
স্বামী: বলো কী চাও আমার কাছে? আজ যা চাও তাই দিবো!
স্ত্রী: গোলামের পুত, আমারে তালাক দে, এখনি।
Giống
Bình luận
Đăng lại