এক বাড়িতে চোর ঢুকলো। ঘরের ভেতরে তন্ন তন্ন করে খোঁজার পরও কিছুই পেল না। চোরটি আফসোস করতে করতে ঘর থেকে বের হওয়ার সময় দেখতে পেল এক লোক দরজার আড়ালে মুখ লুকিয়ে আছে—
চোর: কে আপনি?
লোক: আমি বাড়িওয়ালা।
চোর: দরজার আড়ালে মুখ লুকাচ্ছেন কেন?
লোক: চুরি করতে এসে এতো খোঁজার পরও কিছুই পেলেন না। তাই লজ্জায় আপনাকে মুখ দেখাতে পারছি না।
Tycka om
Kommentar
Dela med sig