এক ব্যক্তি ছুটতে ছুটতে ডাক্তারের কাছে গেল। তাকে বলছে—

ব্যক্তি: ডাক্তার বাবু, তাড়াতাড়ি আমার বাড়ি চলুন, আমার স্ত্রীর অ্যাপেন্ডিক্সে প্রচুর ব্যথা হচ্ছে।

ডাক্তার: তোমার স্ত্রীর অ্যাপেন্ডিক্স আমি একবছর আগেই অপারেশন করে বাদ দিয়ে দিয়েছি। পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই যার দুটি অ্যাপেন্ডিক্স আছে।

ব্যক্তি: রিলাক্স ডাক্তার বাবু, রিলাক্স। পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই, যার দুটি অ্যাপেন্ডিক্স থাকতে পারে, কিন্তু এরকম মানুষতো আছে যার দুটি বউ থাকতে পারে।