হিমেল এসেছেন চিকিৎসকের কাছে। চেম্বারে ঢুকেই বললেন—
হিমেল: স্যার, আমি খুব বিপদে আছি। খাওয়ার পর আমার আর ক্ষুধা পায় না।
চিকিৎসক: তাই না কি! তাহলে তো জটিল সমস্যা আপনার। একটু দাঁড়ান।
হিমেল: আচ্ছা।
চিকিৎসক: এখানে দু’টি ওষুধের নাম লেখা আছে। নিয়মমাফিক খেলেই ঠিক হয়ে যাবেন। আর শুনুন, এক নম্বর ওষুধটি খাবেন ঘুমানোর পরে, আর দুই নম্বরটি ঠিক ঘুম থেকে জেগে ওঠার আগেই খাবেন।
Aimer
Commentaire
Partagez