Opekkha : অপেক্ষা    محسوس کر رہا ہے بہت دکھ کی بات
3 سال

বিশ্ববাজারের সাথে সমন্বয় করে শুধু তেলের দাম বাড়ে কেন? আমাদের বেতন টাও সমন্বয় করে দেন।
আজ তেলের দাম বাড়ছে দুইদিন পরে বাস ভাড়া, লঞ্চ ভাড়া, ট্রেন ভাড়া বাড়বে সবকিছুই বাড়বে শুধু বাড়বে না সাধারণ মানুষের বেতন এবং দিনমজুরের পারিশ্রমিক।
শীঘ্রই হয়তো দেখতে পাবো পরিবহন শ্রমিকরা ও মালিক সমিতি ধর্মঘটের ডাক দিবে ভাড়া বাড়ানোর জন্য!
বেগুনের বদলে কুমড়া, পিঁয়াজ ছাড়া রান্না, এখন জ্বালানী তেলের বদলে জনগণকে কি ব্যবহার করে জ্বালানীর চাহিদা পূরণের মোটিভেশন দিবেন!
অপেক্ষায় রইলাম...

image