দুই বন্ধুর কথা হচ্ছে—

১ম বন্ধু: আমার কাছে ৮টি গাড়ি আছে, ১০টি ফ্ল্যাট আছে, ৫টি হোটেল আছে, তোর কাছে কি আছে শুনি?

২য় বন্ধু: আমার কাছে একটি ছেলে আছে, আর যার গার্লফ্রেন্ড হল তোমার একমাত্র মেয়ে। তোমার মেয়ে আমার ছেলেকে ছাড়া বাচবেনা, হুম এবার বল কি যেন একটা হিসাব শোনাচ্ছিলে!