১ম বন্ধু: পরিস্থিতির ওপর নির্ভর করে প্রায় সব কিছুই ভালো বা মন্দ লাগতে পারে।
২য় বন্ধু: ঠিক বুঝলাম না দোস্ত।
১ম বন্ধু: যেমন ধরো, স্কুলের ঘণ্টার শব্দ সকালে প্রথম ক্লাস শুরুর আগে খুবই বাজে লাগতে পারে। আবার একই ঘণ্টা যখন শেষ ক্লাস শেষ হওয়ার ঘোষণা দেয়, তখন মধুর লাগে।