এক স্কুলে একজন রগচটা শিক্ষক ছিলেন। ছাত্ররা তাকে মোটেও পছন্দ করতো না। একদিন—

শিক্ষক: বাস্তবতা এবং বিভ্রান্তির ব্যাখ্যা দাও রফিক, জলদি!

রফিক: স্যার, আপনি আমাদের পড়াচ্ছেন, এটা হচ্ছে বাস্তবতা।

শিক্ষক: আর বিভ্রান্তি কোনটা?

রফিক: আর যদি আপনি মনে করে থাকেন যে, আপনার পড়ানো আমরা বুঝতেছি, তবে এটা বিভ্রান্তি!