নাচতে ভালোবাসেন পারসা ইভানা।
নাচের জন্য কাতার, ওমান, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। এবারে ভঙ্গিমা ড্যান্স থিয়েটারের উদ্যোগে ইউরোপের দেশটিতে যাচ্ছেন তিনি। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের নৃত্যশিল্পী আসবেন সেখানে। প্রতিটি দল নিজ নিজ দেশের সংস্কৃতি উপস্থাপন করবে।

Мне нравится
Комментарий
Перепост