বাসে খালি সিটে বসা নিয়ে দুই নারী ঝগড়া করছিল। কন্ডাক্টর কোনো যুক্তিতেই তাদের দমাতে পারছিল না। শেষে একটা সহজ বুদ্ধি এলো তার মাথায়-
কন্ডাক্টর: দুই আপারেই কইতাছি, আপনাগোর মধ্যে যিনি বয়সে বড় তিনি বসে যাবেন সিটে!
এ কথার পর হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে ঝগড়া বন্ধ! দুই নারীর কেউই আর বসলেন না সিটে। মুখে কথা নেই, সারা রাস্তা তারা দাঁড়িয়ে পার করলেন।
پسند
تبصرہ
بانٹیں