বাবা: তোকে ধনিয়া পাতা আনতে পাঠালাম আর তুই নিয়ে এলি পুদিনা পাতা!

ছেলে: আমি তো চিনতে পারিনি।

বাবা: এমন বোকা ছেলে আমার দরকার নেই। যা বাড়ি থেকে বের হয়ে যা।

ছেলে: বাবা, তবে চলো একসঙ্গেই বের হই!

বাবা: কেন?

ছেলে: না, মা বলছিল যে এটা না-কি মেথি পাতা!