অনেক দিন ধরে দুপুরবেলা একই রেস্টুরেন্টে খাবার খান রফিক সাহেব। আজ খেয়ে খুবই তৃপ্তি পেলেন। তাই ওয়েটারকে ডেকে বললেন—

রফিক: এই প্রথম তোমাদের রেস্টুরেন্টে ভালো মানের খাবার পেলাম।

ওয়েটার: বলেন কি স্যার?

রফিক: হ্যাঁ, তা-ই তো। আজ খাবারটা খুবই টেস্টি ছিল।

ওয়েটার: হায় হায়! মনে হয় ভুল করে ম্যানেজার স্যারের লাঞ্চটা দিয়ে দিয়েছি!