৫/৮ বছর relationship এর বিয়েও ২ বছরের মাথায় divorce হওয়া নতুন কোনো ঘটনা না। এর একটা কারণ হতে পারে আমরা মনে করি- আমি তাকে ভালোবাসি এবং তাকে পেলেই আমি ভালো থাকব। In reality, ভালোবাসা আর ভালো থাকা এক জিনিস না এবং ভালোবাসার থেকেও ভালো থাকাটা বেশি জরুরী.....!!!
কখনো কখনো ভালোবাসার চেয়েও, সম্মান, বিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়া অনেক বেশি জরুরী। ভালো থাকার জন্য অনেক সময় ভালোবাসাকে ত্যাগ করতে হয়।
ভালোবাসার জিনিসটাকে এই যুগে এসে আমরা অনেক বেশি রোমান্টিসাইজ করি, ফ্যান্টাসাইজ করি। কিন্তু এর অন্তরালে থাকা আত্মসম্মান, পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস এগুলোকে তেমনভাবে গুরুত্ব দেয়া হয় না। কিন্তু এক ছাদের নিচে ঘর করতে গেলে, কয়েক বছর পরেই হঠাৎ করেই মনে হয় বোধহয় ভালোবাসার চেয়ে অন্যগুলোই বড় ছিল!

বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে যদি ভেবে থাকেন; তবে আপনি আরও বোকার স্বর্গে আছেন।

Keep in mind-

"ভালোবাসার থেকেও ভালো থাকাটা বেশি জরুরী" 😇

image