শফিক ও রিয়া দুজনের ছোট্ট সংসার। এর মাঝে একদিন উটকো এক অতিথির আগমন। দিন গড়িয়ে সপ্তাহ পেরোয়, অতিথির আর যাওয়ার নামগন্ধ নেই। বিরক্ত হয়ে একদিন লোকটাকে তাড়ানোর ফন্দি আঁটল দুজন।
পরদিন সকাল না হতেই তুমুল ঝগড়া শুরু করলো শফিক-রিয়া। ঝগড়া একসময় হাতাহাতির পর্যায়ে চলে গেলো। অবস্থা বেগতিক দেখে চুপচাপ বাক্স-পেটরা নিয়ে বেরিয়ে পড়ল অতিথি।
অতিথি বেরিয়ে গেলে ঝগড়া থামাল দুজন। শফিক এবার রিয়াকে বলছে—
শফিক: ওগো, বেশি লেগেছে তোমার?
রিয়া: আরে নাহ! আমি তো লোক দেখানো কাঁদছিলাম!
অতিথি: আমিও তো লোক দেখানো গিয়েছিলাম!
처럼
논평
공유하다