ওয়েলকাম টু চোরের দেশ!!

এয়ারপোর্ট অথরিটি দেখলাম কৃষ্ণা, সানজিদাদের লাগেজ কাটা বা চুরির অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছেন। হাজারো প্রবাসীদের লাগেজ কাটা যেনো মিথ্যে কোনো গল্প...

একই প্লেনের সহযাত্রী চীনা ভদ্রমহিলার লাগেজের অবস্থা দেখে সেই মহিলার বিস্ময়ের ঘোর যেন কাটছিলই না। সে ও তার চিনের মানুষরা বিশ্বাসই করতে পারছেনা এয়ারপোর্টে লাগেজ কেটে মূল্যবান জিনিস চুরি কিভাবে সম্ভব? তার সোনার জুয়েলারি, দামী কসমেটিক্স, স্যু ছাড়াও ব্যাগের অর্ধেক জিনিসই মিসিং।

লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছিল। বিদেশী টুরিস্ট, ডেলিগেট কিংবা ব্যবসায়ী যেই হোক, দেশের প্রবেশমুখেই যদি এরকম ভয়াবহ অভিজ্ঞতা হয়, দেশ সম্পর্কে এদের প্রাথমিক মূল্যায়ন কি হতে পারে, আন্দাজ করেন তো।
হ্যাঁ, মনে হবে.......চোরের দেশ!! চোরের দেশ হিসেবেই কাউন্ট করবে!

image