প্রত্যেক স্বামী বিয়ের রাতে বউকে বলে আমার মা বাবা আজ থেকে তোমার ও মা বাবা, তাদের দেখে শুনে রাখার আকুল আবেদন জানায় সেদিন রাতে। ভয়ে ঠান্ডা হওয়া হাতটা ধরে স্বামী যখন এই অনুরোধ করে আমি মনে করি কোন ভালো মেয়ে এই অনুরোধ ফেলতে পারে না। মন প্রান দিয়ে চেষ্টা করে।
কিন্তু ঠিক এমনটা যদি একটা বার মাকে বলতো মা আজ তোমায় আরেকটা মেয়ে এনেদিলাম। ওর দায়িত্ব তোমার। আমি বিশ্বাস করি আমাকে যেমনটা ভালোবাসো আজ থেকে ওকেও তেমনি ভালোবাসবে।
আফসোস এমনটা হয় না!
إعجاب
علق
شارك