Sirazum Munir Toaha    يشعر ب غاضب
3 سنوات

শেরপুরে যারা থাকেন তারা চিনে রাখেন।
ইনার অটোরিক্সায় কোথায় গেলে পৌছানোর পর ভাড়া নিয়ে আপনার সাথে ঝামেলা হবে। বর্তমানে শেরপুরের যেখানে যে ভাড়াই হোক তার অটোরিক্সায় গেলে ভাড়া বেশি দিতে হবে। কারণ ইনি অটোরিক্সায় যাএী নেয়ার সময় চুপ থাকেন ভাড়া কত নিনেন এ বিষয়ে কোন কথা বলেন না। খুব চালাকির সাথে পৌছানোর পর ভাড়া নিয়ে ঝামেলা করবেন যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারেন।

image