সন্তানের পিতৃত্ব স্বীকার করার কয়েক ঘণ্টা না পেরুতেই শোনা যাচ্ছে, শাকিব খান ও বুবলী দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন- হতে যাচ্ছে বিচ্ছেদও।
সূত্র বলছে, বুবলী বিষয়গুলো প্রকাশ করে দেয়ায় বিচ্ছেদ প্রক্রিয়া আরও ত্বরান্বিত হতে যাচ্ছে।
গুঞ্জন রয়েছে, গলুই সিনেমায় কাজ করার সময়ে নায়িকা পূজা চেরির সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব খান। গলুইয়ের শুটিং শেষ করেই আমেরিকায় পাড়ি জমান তিনি। সেখান থেকেই পূজার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন শাকিব। সে সময় বেশ কয়েকবার আমেরিকায় যাওয়ার চেষ্টাও করেন পূজা। কিন্তু ভিসা না পাওয়ায় যাওয়া হয়নি তার।
গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব। দেশে এসেই আবারও পূজার সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ করতে থাকেন। এবার পূজাকে নিয়ে আমেরিকায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার। জানা গেছে, পূজা যুক্তরাষ্ট্রের ভিসাও পেয়ে গেছেন। সব ঠিক থাকলে আগামী মাসেই আমেরিকা পাড়ি জমাবেন শাকিব-পূজা।
জোর গুঞ্জন চাউর হয়েছে, পূজা চেরিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই শাকিব ও বুবলীর মধ্যে চলছিল ঝামেলা। শুধু তাই নয়, শাকিবের বাসাতেও পূজার সঙ্গে কলহে জড়িয়েছিলেন বুবলী। সেই ঘটনার পর থেকে শাকিব-বুবলীর সম্পর্কের আরও অবনতি ঘটে।
